সবসময় চিন্তা করবেন, যদি কেউ পারে তাহলে আমিও পারবো। যদি একজনও পারে, তাহলে আমিই হবো সেই একজন।
কখনই নিজের দূর্বলতা কারো সাথে শেয়ার করবেন না! সবাইকে জানিয়ে দিন, যা পারি না তা শিখবো এবং আমাকে পারতেই হবে।
নিজের দূর্বলতা গুলোকে শক্তিতে পরিণত করার জন্য একশন নিন। একবারে না পারলে, প্রয়োজনে শতবার একশন নিন।
দৃষ্টিভঙ্গি প্রত্যাশার উপর নির্ভর না করে একশন এর উপর বেইজ করে গঠন করা উচিত! আপনি যতবেশি এক্সটার্নাল ফেক্টরের উপর নির্ভর করবেন, প্রত্যাশা করবেন, তত বেশি হোছট খাওয়ার সম্ভবনা থাকবে। নিজের উপর, নিজের কর্মের উপর, একশনের উপর নির্ভর করলে সফল হওয়ার সম্ভাবনা সুনিশ্চিত হবে।
একশন প্ল্যান আপনার শর্টটার্ম, মিডটার্ম ও লংটার্ম গোল ও গোল এচিভ করার জন্য প্রয়োজনীয় প্ল্যানের উপর নির্ভর করবে।
আপনি কি এচিভ করতে চাচ্ছেন, তার আর্থিক ভ্যেলূ নির্ধারন করুন। কতদিনের মধ্যে এচিভ করতে চাচ্ছেন তা নির্ধারন করুন। তারপর, কিভাবে এচিভ করবেন সেই একশন প্ল্যান তৈরি করুন।
সুনির্দিষ্ট ও উত্তম গোল না থাকলে ফোকাস ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই নিজের গোল কাগজে লিখে ফেলুন ও আশে পাশের মানুষকে শেয়ার করুন। সেই গোল এচিভ করার জন্য একশন প্ল্যান অনুযায়ী, ম্যাসিভ একশন নেয়া শুরু করুন।